হাওজা নিউজ এজেন্সি: আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইয়েমেন সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ হাসান আল-মাদানির উদ্দেশে পাঠানো এক বার্তায় মেজর জেনারেল মোহাম্মদ আবদুল করিম আল-ঘামারির শাহাদাত উপলক্ষে গভীর শোক ও সংহতি প্রকাশ করেন।
বার্তায় তিনি বলেন, “শহীদ আল-ঘামারির শাহাদাত ইয়েমেনের সাহসী ও অবিচল জনগণের সংগ্রামের সংকল্পকে আরও দৃঢ় করবে। তারা অঞ্চলের শত্রুদের মোকাবিলা এবং নিপীড়িত জনগণের রক্ষার মহান দায়িত্ব পালন অব্যাহত রাখবে।”
মেজর জেনারেল পাকপুর আরও উল্লেখ করেন, “ইয়েমেনের সংগ্রাম আসলে আঞ্চলিক প্রতিরোধ অক্ষেরই অংশ, যা ন্যায়বিচারের প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ও গাজার জনগণের মুক্তির আদর্শের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।”
তিনি জোর দিয়ে বলেন, “এই ধরনের ত্যাগ ও শাহাদাত আমাদের সম্মিলিত প্রতিরোধকে আরও শক্তিশালী করছে, যাতে আমরা বিশ্ব সাম্রাজ্যবাদ ও আন্তর্জাতিক জায়নবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারি।”
আইআরজিসি প্রধান ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে ইয়েমেন সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথ হুমকি মোকাবিলায় স্ট্র্যাটেজিক সহযোগিতা সম্প্রসারণের পূর্ণ প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।
এর আগে ইয়েমেন সশস্ত্র বাহিনী মেজর জেনারেল আল-ঘামারির শাহাদাতকে “আল-কুদ্সের পথে দেওয়া এক মহৎ ত্যাগ” বলে অভিহিত করে জানিয়েছে, “ইসরায়েলি শত্রু তাদের এই অপরাধের মূল্য অবশ্যই পরিশোধ করবে।”
আপনার কমেন্ট